এক দেশের এক রাজা,
আয়েশ করে বসে, শাসন করেন কষে,
খান চানাচুর ভাজা।
রাজার ছিল সাত রানি,
ফুল বাগানে হাটেন, হাসি গানে কাটেন,
করেন শুধু কানাকানি।
এক ছিল রাজকুমার,
বল্গা ছাড়া চলেন, হল্লা করে বলেন,
ফুর্তি করেন বেশুমার।
রাজার প্রিয় রাজকন্যা,
পান সুপারি খান, গুন গুনিয়ে গান,
রূপে গুণে অনন্যা।
রাজার কাজে সভ্যগণ,
গুণ কীর্তন করেন, রাজা গগনে চড়েন,
ভাবেন, সবাই কত আপন!
হঠাৎ কি যে হলো, প্রজারা বিগড়ালো,
ভয়ে রাজা কাঁপেন, আপন রাস্তা মাপেন।
১২/১২/২০২৪ খ্রিঃ