একটা নতুন চাঁদের অপেক্ষায় আছি,
অন্য সব চাঁদের মতো নয়,
একেবারেই আনকোরা নতুন একটা চাঁদ,
যে চাঁদের বুকে নেই ক্ষত বিক্ষত কালো দাগ,
যে চাঁদ ছড়ায় না মায়াবী রুপালি আলো,
শিশু জন্মের পর তার মুখের দিকে তাকিয়ে যেমন,
চোখে নামে আনন্দের ঝরনা ধারা,
তেমন একটা হাসি মুখের একটুকরো চাঁদ,
ঈশ্বরের কাছে প্রার্থনা করি,
এমন একটা চাঁদ উঠুক সাঁঝের আকাশে,
যে চাঁদের পানে চেয়ে মুছে যাবে সকল গ্লানি,
সবাই উদ্বেলিত হবে নির্মল আনন্দে।
সেই শিশু চাঁদের নাম দিলাম "ঈদের চাঁদ",
ঈদের চাঁদ সকলের জীবনে নিয়ে আসুক,
অনাবিল সুখ ও সমৃদ্ধি।
ঈদ মোবারক।
১০/০৪/২০২৪:খ্রি: