আমি যেন ছিবড়ে খাওয়া স্বপ্নহীন এক আলগা মানুষ,
আমি যেন ফুরিয়ে যাওয়া আতশবাজি, ব্যর্থ ফানুস,
এই যে মানুষ শুনছেন? হ্যাঁ, আপনাকেই বলছি,
দেখছেন না বুঝি, আমিও মানুষ খুড়িয়ে পথ চলছি!
সবাই কত ব্যস্ত এখন কে রাখে, আর কারো খোঁজ!
নিয়ম ভেঙ্গে অনিয়মের বৃত্ত ঘিরে ঘুরছে যে রোজ,
হারিয়ে গেছে মানবতা স্বপ্ন সবার আকাশছোঁয়া,
অন্তবিহীন জীবন যেন লাগছে কেমন ধোঁয়া ধোঁয়া,
সবাই কত দক্ষ ক্রেতা নিজেরটা চায় ষোল আনা!
আমি হেন নিঃস্ব পথিক পথ চলেছি পথ অজানা,
সব দিয়েছি আর কিছু নেই আমার কাছে দেবার মতো,
প্রদোষ কালে পারলে দিতে আরেকটু প্রেম ভালই হতো,
নিজেই ভাঙ্গি নিজেই গড়ি অন্য কিছু আর বুঝি না,
আমি এখন বদলে যাওয়া ভিন্ন মানুষ, এই পৃথিবীর রঙ খুঁজি না।

০৫/০৯/২০২৪ খ্রি: