বনেতে বাদাড়ে বাস ফুলে সর্বনাশ,
কাঁচায় সবুজ তাজা পাকা টাঁশটাঁশ,
মিলেমিশে থাকে তাই ঝাড় তারে কয়,
নানা কাজে এই ঘাস ব্যবহার হয়,
গরীবের ঘরে খুঁটি বড় কাজে লাগে,
মাঝি ভাই নাও ঠেলে নিয়ে যান আগে,
রূপকে কম বেশি সব মানুষ খায়,
গোপনেতে খেলে পরে বোঝা নাহি যায়,
অকারণে খেয়ে করে ঢের আফসোস,
মতিভ্রম জাগে কারো, কারো মনে রোষ,
ত্যালত্যালে হলে জাগে বানরে হতাশা,
কাঁচা হোক পাকা হোক জিনিসটা খাসা,
বহু কাজে উপকারী এর ব্যবহার,
এমন ঘাসের গুণ বলি কতো আর।
(সনেট) ২৩/১০/২০২৪ খ্রিঃ