লোকের কথায় হাত গুটিয়ে,
ভাবলে বসে চলবে কী?
লোকের কথা ছাড়ুন মশাই,
লোকে আবার বলবে কি?
ভালোর মাঝেও মন্দ খোঁজে,
মন্দ দেখলে আরিব্বাস,
ধন্দ লোকের মুখে আগুন,
ঠুসে করুন সুখের চাষ।
নিজের চাকায় জং ধরেছে,
চাইছে পরের সর্বনাশ,
এমন ভুতের মাথায় চাটি
মেরে করুন স্বর্গবাস,
পিছন থেকে কথার ঘোড়া
ছুটিয়ে দিবে লাগাম টান,
দাঁড়ান ঘুরে দৃপ্ত সুরে,
রুখতে অসুর কথার বাণ,
দুর্মুখুদের মুখের কথা,
তুবড়ি মেরে উড়িয়ে দিন,
প্রত্যয়ে মন সামনে বাড়ান,
সিদ্ধ যুগের সালাম নিন।

২৬/০৬/২০২৪ খ্রিঃ