আমিও ভাঙ্গতে জানি,
দাঁত, মানে বিষদাঁত,
কিন্ত হাত গুটিয়ে রাখি,
ভয়ে নয়,
অস্পৃশ্যকে স্পর্শ করার ঘৃণায়,
আমিও নজরুল হতে জানি,
খোদার আসন আরশ ছেদিয়া!
অথবা,
দিল ওহি মেরা ফঁস্ গয়ি,
কোনটা চাও দ্রোহ না প্রেম?

০৪/০৪/২০২২ খ্রিঃ