চায়ের কাপে উঠেছে মস্ত ঝড়,
মুখে সবার ফুটেছে কথার খই,
বহুদিনের জমাট পাথর কথা,
ঝরনা ধারায় ঝরছে যেন ঐ।
যেমন করে উগরে দিচ্ছে সব,
কে দেশপ্রেমিক, কারা দলকানা?
জনের তরে থাকতো যদি মন,
কালো পথটা লালে রঞ্জিত হতো না।
কেউ কী আর এত সহজে ভুলে,
বায়ান্ন কিংবা একাত্তরের কথা,
দেশের কথা ভাবলে সবার আগে,
বাজতো বুকে ছত্রিশ দিনের ব্যথা।
মানুষ ছাড়া দেশ হয় মরুভূমি,
কার তরে এই বিরুদ্ধ আয়োজন?
সময়ের ফেরে রাজা আসে যায়,
অন্ধ হয় না দেশ প্রেমিকের মন ।
১৩/০২/২০২৫ খ্রিঃ