ভূবনের রূপে ক্ষনিকের মোহে,
ভাসায় যারা জীবন ভেলা,
বুঝবে, যেদিন আসবে শমন,
সাঙ্গ হবে রূপের মেলা।
মুসাফির হয়ে ক্ষনিকের তরে,
এসেছি আমরা অবনী পরে,
বায়ুর কলটা বীকল হলে,
যাবো চলে অচিন নগরে।
যাবার বেলায় খুব যতনে,
বিদায় দিবে চোখের জলে,
সফেদ কাপড় কাফন হবে,
দাফন হবে গহীন বিলে।
মহান রবের তাসবী পড়ে,
আসবে রেখে মাটির ঘরে,
কেউ হবে না সাথী কারো,
রইব একা নিকষ আঁধারে।
পূণ্য পথের যাত্রী যারা,
সবাই পাবে রবের দিদার,
ঠেকবি সেদিন পাপীরে তুই,
কেমনে হবি পুলসিরাত পার?
রূপের মোহ কাটিয়ে পারিস,
করিস খোদার বন্দেগী,
সার্থক হবি ও পাপী মন,
পাবি সুখের জীন্দেগী।
০৫/১১/১৯৯৫ খ্রিঃ