ভাবনাতে মন যাচ্ছে ডুবে কোথাও বুঝি শান্তি নাই,
কোলাহলে কাটছে সময় সবার শুধু চাই আর চাই,
অতিকথায় বাড়ছে ক্ষত,
ভাঙছে মনন অবিরত,
সবার মতন ইচ্ছে করে এক তুড়িতে সব বদলাই।
ভাবছো কেন থমকে আছে চলছে না সময়ের চাকা!
মনের ভিতর জমাট কথা হচ্ছে কেন ধীরে ফাকা?
কাটুক সময় হেঁচকি তুলে,
বনের রাজা শিয়াল হলে,
ছলে বলে কূট কৌশলে খেয়ে নিত ডিমের আস্ত ঝাঁকা।
দেশটা নাকি তলে তলে যাচ্ছে চলে রসাতলে,
তাই সকলে চারা গাছে ফল খুঁজছে সদলবলে,
সবার শুধু দাবি আর দাবি,
দাবি যেন এখন মূল চাবি,
কেউ দেখে না একনজরে ঝং ধরা তালা ঝুলে।
(লিমেরিক), ১৯/১১/২০২৪ খ্রিঃ