লোহার খাঁচায় নিত্য নাচে
ছোট্ট একটা চড়ুই পাখি,
আপন ঘরে আনন্দে তার,
কিচির মিচির ডাকাডাকি।
ছোট্ট ডানায় অবোধ পাখি,
উড়তে গেল উঠোন জুড়ে,
রক্ত চোখের শিকারী এক,
উদয় হলো আকাশ ফুঁড়ে।
কচি প্রাণে লাগল যে ভয়,
কাঁদছে পাখি জোড় নয়নে,
অবুঝ পাখি আসলো ফিরে,
প্রাণটা নিয়ে গৃহের কোণে।
ভয়ের তোড়ে উড়ে না আর,
হলো না তার আকাশ দেখা,
মনের ইচ্ছে থাকলো মনে,
মুছলো যেন আলোর রেখা।
ছোট্ট পাখির চোখের কোণে,
জমলো দুঃখে জলের কণা,
ভূবন মেনে লোহার খাঁচা,
বাঁধলো পাখি নিজের ডানা।
০৮/০১/২০২৪ খ্রিঃ