বুকের ভিতর পুরো একটা ভূবন,
সেথায় আছে এক মানবীর বাস,
সেই মানবীর মনের গহীন বন,
ঘিরে ছিল এক সুনীল আকাশ।
বৃষ্টি ঝরে বুকের আকাশ থেকে,
মানবীর মন উঠলো যেন হেসে,
আবেশে তার চোখে জমে জল,
জলের রেখা জল মুছে দেয় এসে।
বৃষ্টি যখন মিশলো নদীর জলে,
ছুটলো নদী দূরের সাগর পানে,
কিসের টানে দুইয়ের মনে বান,
নদী ও সাগর উভয়ে তা জানে।
মনের টানে মোহনায় জাগে ঢেউ,
ঢেউ ভেসে যায় হেসে হেসে দূরে,
বুকের আকাশে সুখের অলক মেঘ,
পাখির মতোন বেড়ায় উড়ে ঘুরে।
১০/০৬/২০২৪ খ্রিঃ