কবি, তুমি মানুষের মাঝে খুঁজে পাবে না প্রাণের,
প্রার্থিত প্রতিচ্ছবি,
সুখ বিলাসী মানুষ বন্দি দুঃখের কারাগারে,
মুখোশ মানুষ নিজেই জানে না মরছে বারেবারে,
অকারণে সময় ক্ষেপণ, করো নাকো আর,
মানুষের মনে গোপনে গহীনে,
জমাট বেঁধেছে অমাবস্যার আদিম অন্ধকার,
যদি জীবন খুঁজে পেতে চাও, তাঁকাও,
কেমন করে বাতাসের আদরে,
গাছের পাতারা খিলখিল করে হাসে,
নদীর জলে নৃত্য পাগল ঢেউ,
আপন মনে উচ্ছলতায় ভাসে,
ঘাসের পরে ঝলমল করে রূপালী শিশির,
আঁধার হলে ঝিকিমিকি জ্বলে জোনাকি নিশির,
কবি, তুমি যদি নিঃস্বার্থ ভালবাসা পেতে চাও,
মানুষ নয়, প্রকৃতির কাছে যাও,
সেখানে সবাই হাত বাড়িয়ে ডাকছে তোমায়,
জানাইছে আহ্বান,
আরাধ্য অসীম অধরা সুখ ওখানে অপেক্ষমান,
মানুষের মাঝে চলছে খরা, জীবনের অবক্ষয়,
জীবন আছে আর সব মাঝে ভীষণ মায়াময়,
সকলে গাইছে আপন সুরে জীবনের জয়গান,
ছুটছে মানুষ খুঁজছে মানুষ,
সুখ খুঁজে খুঁজে হয়রান!
১২/১১/২০২৪ খ্রিঃ