কালের গর্ভে হারিয়ে যাচ্ছে নির্বিশেষে সব,
এক পলকে থমকে যাওয়া সকল কলরব,
ছুটছে সময় লাগাম বিহীন ভীষণতর বেগে,
পাল্লা দিয়ে ছুটছে সবে কে যাবে কার আগে,
কোথায় আছে ভালবাসা কোন ঝিনুকে জমা?
প্রেমটা চলে নিক্তি মেপে সব যে তিলোত্তমা!
উঠোন জুড়ে ঝলমলে রোদ করছে খেলা বেশ,
আকাশ তলে কালো মেঘে রোদ হলো নিঃশেষ,
দিনের শেষে রাত্রি আসে রোদ আর বৃষ্টির দিন,
খানিক হলে ছন্দপতন সব হয়ে যায় অন্তরীণ।
১০/০৫/২০২৪ খ্রিঃ