মনগাঙে ঢেউ ভাঙ্গে উথাল পাথাল,
যৌবনের তরী খানি আজি বেসামাল,
হৃদয়ে ডুবেছে প্রভা নেমেছে আধার,
কে ধরিবে হাল পাড়ি দিতে পারাবার?

জীবনের পথ সে যে নয় এত সোজা,
ছড়িয়ে পরম প্রেম বৃথা সুখ খোঁজা,
গগনে গহনে উড়ে আশার গাংচিল,
পাড়ি দিতে পথ ভয় নেই এক তিল,

সত্যকে ধারণ করে চিত্তের বিকাশ,
সত্য ও সুন্দরে গড়ে মর্ত্যের নিবাস,
এ ভূবন নয় জেনো হেলাফেলা ঘর,
সবেতেই আছে সেই মহা শক্তিধর,

তরণে তালাশ করো খুঁজে পাবে তারে,
সতত স্বরুপে সবে স্বরাজ সে করে।


(সনেট/ চতুর্দশপদী কবিতা)
৩০/০৫/২০২৪ খ্রিঃ