আমি ঘুড়ি হয়ে তোমার আকাশে উড়ছিলাম,
তুমি বললে “মেঘ হও”,
আমি মেঘ হয়ে মেঘের সাথে ভাসছিলাম,
তুমি বললে ফিরে এসো,
আমি বৃষ্টি হয়ে তোমার কাছে ফিরে এলাম।
অথচ কি অবলীলায় বললে আমাকে “বহুরুপী”।
আমি বিস্ময়ে বললাম নাটাই আর সুতো,
সে তো তোমার হাতেই ছিল !!
কে যেন মনের কোনে গুন গুনিয়ে বললো,
ভালবাসলে পুরুষ হয় ছায়াদানকারী নিশ্চল বৃক্ষ,
আর নারী বহমান স্রোতস্বিনী।
১৬/১১/২০২৩ খ্রিঃ