বাংলাতে কোনরকম
অংকেতে কাঁচা,
ইংরেজিটা হাতে নিয়ে
বলি প্রাণ বাঁচা,
আগ্রহ নিয়ে মনে
যেই টানি রসায়ন,
মনে হয় যেন আমি
এ যুগের ডালটন,
ধ্যাত্তেরি পড়ব কি
বুঝিনা তার অর্থ,
এ যে আরেক বিপদ
নাম তার পদার্থ,
আরোতো রয়ে গেছে
গোটা দুই ব্যকরণ,
থাক না জায়গাতে পরে
ওরা দুই বাছাধন,
পড়ার টেবিলে বসে
ভাবি আনমনে,
পড়ালেখা ধুর ছাই
হবে না এ জীবনে,
তারচেয়ে ঢের ভালো,
মাঠে গিয়ে খেলি,
দল বেধে ফুটবল
অথবা ডাংগুলি,
আচমকা কানে ভেসে
আসে হুংকার,
কি হলো চুপ কেন,
পড়ো বারবার।
হুংকারে ধ্যান ভাঙ্গে
বই নেই টেনে,
সবকিছু ভুলে গিয়ে,
পড়ি এক মনে।

২৭/০৬/১৯৯৫ খ্রিঃ