বুকের নদীতে বয়ে চলা
উচ্ছল কলকল রক্ত জল,
জমাট শীতল বরফ হয়ে যায়।
সিক্ত কপোল, ঘোলা চোখ
বিষম বেগে কাঁপে ফুসফুস,
ঘনঘন দীর্ঘশ্বাস পরে,
বিষাক্ত বাতাস ওড়ে,
আনমনে আসে ভাবনায়।
পাখি যেমন ডানা মেলে
আকাশে উড়তে চায়,
তুমিও তেমনি করে,
দুপাশে দুহাত ছড়িয়ে দিলে,
কি ছিলো মনের অভিপ্রায়?
দেখনি বুঝি শিকারী শকুন!
দাড়িয়ে ছিল তোমার সম্মুখে,
বুঝতে পারোনি হায়!
এই স্বাধীন বাংলায়,
এমনি করেও কারো জীবন,
কেড়ে নেওয়া যায়!
ধিক্কার জানাই কারে!
চিৎকার আমার অভ্যন্তরে,
গলিত মোমের মতন ধীরে,
গুমরে, গুমরে কেঁদে মরে,
আমরা যে অসহায়।
১৮/০৭/২০২৪ খ্রিঃ