চোর কে বলে! ডাকাতরে তুই,
লুটে নিয়েছিস মন,
চোর যে কেবল চুরি করে,
তুই করেছিস খুন,
মনের ভেতর আসন গেড়ে,
দিব্যি আছিস সুখে,
প্রেমের অনল ধারণ করে ,
পরেছি কোন অসুখে,
বুকে আমার গড়েছিস তুই,
এ কোন বসত ভূমি,
নিজের মাঝে নিজেই হলাম,
ভালবাসার মমি,
সেই ভূমিতে যে দিকে চাই,
দেখিরে তোর ছবি
কে জানতো প্রেম দিয়ে তুই,
এমন খুনি হবি!?
১৬/১২/১৯৯৯ খ্রিঃ