ভালবাসা এমনি করেই আসে ষড়ঋতুর বেশে,
কখনো রংধনু হয়ে, কখনোবা কুহকী চাঁদ,
ভালবাসার অনুভূতি সে যে বড়ই নাজুক,
কখনো হাওয়াই মিঠাই অথবা ইঁদুরের ফাঁদ,

ভালবাসায় বসন্ত এলে মনের মুক্তি ঘটে,
শুনেছি বটে, কখনো দেখা হয় নাই তারে,
ভালবাসতে বাসতে সমান্তরাল পায়ে বহু পথ পেরিয়েছি,
অপেক্ষায় আছি, পথিক হয়ে যেতে আরো বহুদূরে,

জীবনের একমুখী পথ, ফুরিয়েছে বেশখানিক পরমায়ু,
মধ্যাহ্নের আকাশে আধার, হয়েছে কি বেলা শেষ?
গোধূলীর সাদা মেঘ, কোমল কিরণে মিতালি পেতেছে,
ওখানে ভালবাসা বুঝি নিরবে হয়েছে নিরুদ্দেশ!

০৩/০৬/২০২৪ খ্রিঃ