ইচ্ছের মৃত্যু হলে, প্রবল অনিচ্ছার জন্ম হয়,
সবুজ স্বপ্নগুলো হয়ে যায় ফ্যাকাশে ঘাস।
অনিচ্ছার কালো মিছিল পৌছে গেলে,
শরীরের ভেতর থেকে অভ্যন্তরে,
কোষ থেকে কোষের শক্তিঘরে,
একের পর এক মরে হয় শব।
বিষাক্ত অনুঘটকের নীল বিষে,
অসার হয়ে আসে অঙ্গ-প্রত্যঙ্গ।
চোখ পড়তে পারে না চোখের ভাষা,
অক্ষম ফুসফুস নিতে পারে না শ্বাস ,
কথারা জমাট বাধে কন্ঠের চার পাশে,
শিশিরের মতো হৃদয়ে হয় রক্তক্ষরণ।
বড় রহস্যময় এই অশরীরী বিষের থাবা।
যার যন্ত্রনায় ছটফট করে অসাড় হয় মন ।
তখন ভিতর ও বাহিরটাকে বাাঁচিয়ে রাখতে,
প্রাণপন লড়াই করে যায় শ্বেত কণিকার দল।
অথচ তোমার একটুখানি স্পর্শে ফুল ফুটে,
তোমার এক টুকরো হাসিতে চারপাশ হেসে উঠে,
ভালবাসা তোমাকে বলছি, তুমি তোমার ভালবাসা নিয়ে,
নিজেতে মুগ্ধ হয়ে থেকো না! এবার মনের আগল ভাঙ্গো,
লিটমাস হয়ে শুষে নাও, মনের ভিতরে জমা, বেদনার নীল বিষ।
২২/১১/২০২৩ খ্রি: