হামবড়া ভাব খানা,
গোফ দিয়ে যায় চেনা,
মিউ মিউ স্বরে করে ত্যাক্ত।
ডেকে কই থাম না,
তুই বুড়ো ভাম না,
যারে বাপু করিস না বিরক্ত।
দিন কাটাস আয়েশে,
কাঁচা এই বয়েসে,
সর সর দূরে গিয়ে খেল না।
ভাব দেখে হাসি যে,
নাকি বাঘের মাসি হে,
অযথাই কেন হোস ফেল না!
কথা শুনে মুখ ভার,
লাফে ঝাপে জের বার,
অরুচি জাগে দুধ কলাতে।
আমি বলি বাছা ফের,
কান মলে দেবো ঢের,
আসো যদি দাদাগিরি ফলাতে।

            ৩১/১০/২০২১ খ্রিঃ