হিমালয়ের মতো উঁচু, সাগরের মতো গভীর,
অনবদ্য ভালবাসা ও অনুপ্রেরণা'র দুর্দান্ত এক নাম,
দুই অক্ষরের কত সহজ একটা শব্দ,
"বাবা',
ছোট্ট এই শব্দটার ভিতরে লুকিয়ে আছে গহীন সম্পর্কের এক বন্ধন,
প্রয়োজনে সবাই খোঁজে বাবার কঠিন কোমল হাতটা,
সকল প্রয়োজন বুঝি নতজানু হয় বাবার কাছে,
অনেকের কাছে বাবা মানেই পৃথিবী,
বাবা মানে বটবৃক্ষ,
বাবা মানে সবকিছুর পূর্ণতা,
আমার কাছে, বাবা মানে মহাকাশের অপার শূন্যতা,
যে শূন্যতার হাহাকার কত রকমভাবে জানান দেয় প্রতিনিয়ত,
এই এক জীবনে কত শব্দ দিয়েইতো কথার মালা গেঁথে গেলাম,
কিন্ত 'বাবা' ডাকার অপূর্ণতা কোন কিছুতে আর পূরণ হল কই,
কতজনকেই দেখেছি কারণে, অকারণে, আহ্লাদে, অভিমানে
বাবা, বাবা, বলে ডাকতে,
আমি কেবল তৃষ্ণার্ত চোখে তাকিয়ে তাকিয়ে দেখেছি, শুনেছি,
আর আপন মনে ডেকেছি, বাবা, বাবা, বাবা।
কেউ শুনতে পায়নি,
কেউ উত্তর দেয়নি,
সেই ছোটবেলায়, অনেক কিছু বুঝে উঠার আগেই,
একদিন বুঝতে পেরেছিলাম,
জীবনের খাতায় বাবা শব্দের জায়গাটা চির শূন্যস্থান হয়ে গেছে,
মহাকালের সেই শূন্যস্হান পূরণ করার জন্য,
বাবা নামের মানুষটা আর কখনো ফিরে আসবেন না এই পৃথিবীতে।
তবুও, প্রতি রাতে আমি অপেক্ষায় থাকি,
আমার স্বপ্নে বাবা আসবেন,
আলতো করে কাঁধে হাত রেখে বলবেন,
ভয় কি, আমি আছি না।

                        ০৫/০৪/২০২৪ খ্রি: