শব্দহীন রাতের অন্ধকার,
নিজস্ব নিরাপত্তায় ঘেরা চারপাশ ।
শরীর থেকে বাড়ছে শরীরের দূরত্ব,
মানুষ থেকে মানুষের ।
হঠাৎ পাওয়া সময়ের উন্মাদনায় বাড়ে রাতের বয়স।
ক্লান্ত, শ্রান্ত, অনুভূতিহীন শরীরের উপর
নির্ভয়ে হাটে অস্পৃশ্য তেলাপোকা।
স্বপ্নকে বাস্তব ভেবে উদভ্রান্তের মতো,
জেগে উঠে হাত রাখি বুকের বাঁ পাশে,
অনিয়মিত ছন্দে রক্ত সঞ্চালনে ব্যস্ত হৃৎপিন্ড,
শিশিরের মতো স্বেদবিন্দুতে ভিজে আছে কপাল।
দুঃস্বপ্নের ঘোরে শুনি,
ভয়ার্ত নগরীতে অবিরাম ডাকছে কাক, কুক্কুর ।
মুয়াজ্জিনের আজানের সুরে বাইরে তাকিয়ে দেখি
পশ্চিম আকাশে ঝুলছে শুক্লপক্ষের চাঁদ,
কী শান্ত, মায়াময়, মনোহর।
আহ্, বেঁচে আছি তাহলে !
চলে যাবার এই কী সময় ?
অনিষ্পন্ন রয়ে গেছে কত কাজ,
তোমায় সংগে নিয়ে দেখা হয়নি এখনও,
নিরব তুষারপাত, মমতাজমহল।
আতঙ্কিত এই সময়ের কাছে মিনতি তাই,
স্বপ্নের ঘোরে কেটে যাক আমার,
অসময়ের দুঃস্বপ্নের বাকী রাত ৷
০৭/০৪/২০২০ খ্রিঃ