কোন এক আত্মা যখন স্পর্শ পায়,
পবিত্র ও সত্যের আলোর,
নিঃশব্দে খুলে যায় তখন অদৃশ্য সব কবাট,
ভাবনার পৃথিবীতে যখন ছড়িয়ে পড়ে সেই কিরণ,
আলোকিত হয় ইহকালের গহীন অন্ধকার,
অপসৃত হয় মনের লোভ, হিংসা, ক্রোধ, অহংকার,
আত্মা তখন ধারণ করে ফুলের সৌন্দর্য,
পবিত্র আত্মা আর সুবাসিত ফুলের রূপ,
দুইয়ের সম্মিলনে সৃষ্টি হয় এক ঐশী দ্যোতনার,
মহাকালের প্রেম এসে ভর করে হৃদয়ে,
আনন্দে উল্লসিত হয় মন,
আবেগে আবেশে কাঁপে শরীর,
চোখের সরোবর সে কী শুধু,
দুঃখেই উপচে পড়ে?
পাদটীকা:
সুখের লাগিয়া ভ্রমিলে তুমি বিশ্ব চরাচর,
সুখ থাকিল পরম সুখে আপনার ভিতর,
রাখলে না খোঁজ, তাই বুঝি রোজ,
ফিরছো বাটে ঘাটে,
আপনারে বিনে অচেনারে চিনে,
কারে দিলে ঠাই, নিজ মনের তল্লাটে?
২৯/০১/২০২৫ খ্রিঃ