অনুকাব্য-২১

চাওয়া আর পাওয়ার শর্ত শুনে
ভালবাসা হয় নাকি? ধূর!
ভালবাসি মানে শুধুই ভালবাসি,
থাকুক সে কাছে, না হয় বহুদূর।
            
অনুকাব্য-২২

ভালবাসা মানে কী ছয় রঙা ঋতু?
সময়ের ক্ষন গুনে বদলায়,
ভালবাসা মানে নিশ্চল ধ্রুবতারা
টলে না, তুমুল ঝড় বাদলায়।
              
অনুকাব্য-২৩

কি দরকার, সব কথা বলার,
কিছু কথা মৌন থাক,
সূর্য উঠুক, গোলাপ ফুটুক,
তোমায় ভেবেই সময় যাক।