অনুকাব্য (১)
তুমি আমার আপন মনে,
মুচকি হাসার গোপন কারণ,
তুমি আমার লাগাম-ছাড়া,
চপল মনের শাসন বারণ।
---
অনুকাব্য (২)
সব সুন্দরের সামনে দাঁড়িয়ে
তোমায় পাশে খুঁজি,
আসলে প্রিয় সুন্দর বলতে
তোমাকেই আমি বুঝি।
---
অনুকাব্য (৩)
দুজন মিলে আজকে হবো,
বৃষ্টি ভেজা কাক।
ধ্যাত্তেরী ছাই দেখুক সবাই,
সব গোল্লায় যাক।
---
অনুকাব্য (৪)
আমার অভিমানী চাঁদ
মেঘের আড়ালে চুপিচুপি হাসে,
কি যে মমতায়, জোছনা বিলায়
মোমগলা আভিমান শেষে।
---
অনুকাব্য (৫)
কোথায় ছিল এত্ত মায়া
কোন ঝিনুকে জমা,
মন বাগানের গোলাপ দিলাম
তোমায় প্রিয়তমা।