অনুকাব্য-৬
নতুন ভোরে ছড়িয়ে হাসি
ভুলে যাও সব ক্ষত,
সুখ গুলো হোক সবার তরে
দুঃখ গুলো ব্যক্তিগত।
অনুকাব্য-৭
ফুলের সুবাস মন ছুঁয়ে যায়
হোক সে তাজা কিংবা বাসী,
ভেতর ভাঙ্গুক যতই দুঃখে
মুখটা থাকুক হাসি হাসি।
অনুকাব্য-৮
শুধু ভালবাসায় ঘর বাঁচে না
একটু স্নেহও লাগে,
মনে রেখো সম্মান আর বিশ্বাস
এই দুইটা সবার আগে।
অনুকাব্য-৯
চাঁদ পৃথিবী থেকেই দেখতে সুন্দর,
কাছে গেলেই মহা ফাঁকি,
চাঁদের আলো সেও বড় ছদ্মবেশী
কত উপমায় না তাঁরে ডাকি।
অনুকাব্য-১০
আল্লাহ চোখ দিয়েছেন দুইটা,
মাঝে মাঝে কষ্ট দেন এক মহা সমুদ্র,
কষ্টের নোনাজল যখন অশ্রু হয়ে ঝরে,
দুই চোখের সাধ্য কি,
সেই কষ্টের তীব্রতা প্রকাশ করে ৷