অনুকাব্য-১১
প্রেম ছাড়া তোমার কাছে
অন্য কিছু চাইনি যে,
আমি ঘুরি আজ যাযাবর হয়ে,
আর তুমি ঘুরো চাইনিজে।

অনুকাব্য-১২
তোমার কাছে যদি থাকে,
একটুকু অবসর,
আমার ভীষণ জ্বর,
পত্র পেলে পাঠিয়ে দিও,
তোমার কন্ঠস্বর।

অনুকাব্য-১৩
আকাশ ঢাকা কালো মেঘে,
উদাস আমার মন,
অলস দুপুর ক্লান্ত বিকেল,
খুঁজি তোমায় সারাক্ষণ।

অনুকাব্য-১৪
লাইলির প্রেমে মজনু কাঁদে
শিরীর প্রেমে ফরহাদ,
তোমার প্রেমে আমি কেঁদে,
জীবন করলাম বরবাদ।

অনুকাব্য-১৫
আকাশে উড়ে কালো মেঘ
উড়ে সাদা বলাকা,
তোমার বিরহে পান করি চা,
সাথে অগ্নি শলাকা।