অনুকাব্য-১৬
কথায় যুক্তি, কথায় মুক্তি
কথায় থাকে রোষ,
বললে কথা যথা তথা,
কথায় ভীষণ দোষ।
অনুকাব্য-১৭
অন্ধের কাছে চশমা বেচে
খুব জমাইছেন পাপ,
অন্ধ কিন্তু দেয় নাই বাহে,
একটুও অভিশাপ।
অনুকাব্য-১৮
ছোট্ট বেলার মধুর স্মৃতি
ডেকে আমায় কয়,
বড় হয়ে কেমন লাগে
বলেন মহাশয়?
অনুকাব্য-১৯
ভ্যালেনটাইনস্ ডে কী, বুঝি না,
সারা বছরের ভালবাসা,
একদিনে খুঁজি না।
অনুকাব্য-২০
নিজেরে আমি কবি কই না বটে,
বুদ্ধি যাহা আছে কিছু এই ঘটে,
শব্দের পরে শব্দ জুড়ে লিখি
শব্দে-ছন্দে ভাবনার মাখামাখি।