উত্তরকালে আজ বসে দেখি,
বিরান একটা ঘর,
মুখোমুখি দুটো ধোঁয়া ওঠা কাপ,
আমরাও পরস্পর।
দূরে গেছে সব প্রাণের কলরব,
নিষ্প্রাণ সাজানো ঘর,
মৃদু প্রশ্বাসে অপেক্ষায় বসে,
আমরা যে যাযাবর।
কতকাল আগে ভীষণ অনুরাগে
দুজনে বেধেছি ঘর,
কতনা যতনে পুলকিত মনে,
সময় বয়েছে অতঃপর।
জীবনের গান সব কলতান,
ফুরাইল যেন সব,
স্মৃতির আভাস ভরা উল্লাস
সবই হয়েছে নিরব।
২০/০৯/২০২০ খ্রিঃ