যতই আমায় রাখো দূরে,
কাছেই আসি আরো,
ইচ্ছে হলেই হাত বাড়িয়ে
আমায় ছুঁতে পারো।

আমি কি আর নীহার পাখি,
হারিয়ে যাবো দূরে,
মেঘের সাথে সখ্যতা মোর,
উড়ছি আকাশ জুড়ে।

একলা দুপুর মুখের উপর,
ভাজ খোলা এক বই,
পাতায় পাতায় খুঁজছো কাকে?
আমিতো কাব্য নই!

মনের সাথে প্রাণ বেঁধেছি ,
যেমন দুইটি আঁখি,
আয়নাতে মুখ দেখো যখন,
আমিও তোমায় দেখি।

১৫/১২/২০২৪ খ্রিঃ