আমি কখনো অপেক্ষায় থাকিনি কারোর জন্য,
তবুও আমাকে অপেক্ষা করিয়েছে সময় বহুবার,
কিশোর থেকে যৌবনে যাবার অপেক্ষা,
এক মাথা আগুন লাল কৃষ্ণচূড়া দেখে,
একটা দুর্দান্ত কবিতা লেখার অপেক্ষা,
সবুজ পাতার মাঠ, হলুদে ছেয়ে যাবার অপেক্ষা,
সোনালী দুপুরে, শ্রাবণের বৃষ্টি ছোঁয়ার অপেক্ষা,
বৃষ্টি শেষে ঝকঝকে একটা রংধনু দেখার অপেক্ষা,
আমি অপেক্ষায় থাকিনি কারোর জন্য,
তবুও আমাকে অপেক্ষা করিয়েছে সময়,
কি জানি, তোমার অপেক্ষাতে ছিলাম বোধহয়!
গুনে গুনে বহু দিন, বহু বছর,
অবশেষে ফুরায় যেন অপেক্ষার প্রহর,
দখিন হাওয়া উড়ে এসে বললো কানে কানে,
এবার হয়েছে সময় সামনের ফাল্গুনে,
সে আসছে ভেঙ্গে অপেক্ষার বলয়,
তাই বুঝি আমাকে, অপেক্ষা করিয়েছে সময়।
০৪/০২/২০২৫ খ্রিঃ