সদ্য যৌবনা চাঁদের আলোয়,
পৃথিবী যেন ফুটে আছে ফুল হয়ে,
রুপ তার উথলে পড়ছে ঢেউ ভেঙ্গে ভেঙ্গে,
আমি বিহ্বল হয়ে দেখি দিগন্ত বিস্ত‍ৃত এক জাদুর আয়না,
মরীচিকার মায়ায় আমাকে কাছে টানছে, টানছে
আমি উদভ্রান্তের মতো ছুটে গিয়ে বলি,
পৃথিবী, তুমি এমন মায়াবতী কেন হলে?
নীল আকাশ, সাগর, পাহাড়, ঝর্ণা, জোছনা,
আমাকে চির আবিষ্ট করে রাখে,
আমি অবাক হয়ে জানতে চাই,
পৃথিবী, তুমি এত অপরূপ হলে কেন?
কত মানুষ প্রিয়জনকে হারিয়ে আহত হৃদয় নিয়ে বেঁচে থাকে,
সবার কাছেই কি পৃথিবী এমন রূপে ধরা দেয়?
আমিও যে বেঁচে আছি পৃথিবীর আলো, হাওয়া ধারণ করে,
তোমার সকল মায়া, মুগ্ধতা আর ভালবাসাকে জড়িয়ে।
তোমাকে পেয়েছি বলেই পৃথিবী এত সুন্দর,
পৃথিবীকে ভালবাসি তাই,
তুমি কি, আমাকে দেওয়া পৃথিবীর কোন উপহার?
তুমি আর পৃথিবী, আমার আজীবনের নেশা।
আমি তোমাদের নেশায় চির মোহগ্রস্ত মানুষ এক।

০৯/০৫/২০২৪ খ্রিঃ