গহন আঁধারের পরে আলো আসবেই,
যেমন আসে রাতের পর দিন,
এ যে নিত্য সত্য, নয় মিছে,
নেই নেই করেও যা কিছু আছে,
তাতে পূরণ হবেই উন পাত্রগুলি,
ধুয়ে মুছে সাফ হবে সব কালিঝুলি,
এখানে কালিগোলা অন্ধকার নেই,
মেঘের আড়ালে আভা রয়েছে নিকটেই,
ষড়ঋতুর দেশ সময়ে বদলায় বেশ,
কাকে রেখে কোনটাকে করি অবহেলা!
উত্থান পতন, এ যে সময়েরই খেলা,
অলির স্পর্শে যেমন কাননে ফুটে ফুল,
কে কবে শিখেছে বলো না করে ভুল?
চারা গাছ থেকেই ধীরে হয় মহীরুহ,
রেখো মনে সযতনে, তুচ্ছ জ্ঞানে
যেন তারে মুড়ে না দেয় কেহ,
ইত্যবসরে বেড়ে উঠবার দাও অবসর,
জ্ঞানি, অজ্ঞানি হয়ে কেন থাকো বেখবর!
২৩/১২/২০২৪ খ্রিঃ