বাসার লাগোয়া বারান্দায় দাঁড়িয়ে,
এখন আর আকাশ দেখা যায় না,
আকাশ ছোঁয়া অট্টালিকা ঢেকে রেখেছে তাঁর মুখ,
ব্যস্ততায় বহুদিন ছাতে যাওয়া হয় না,
ভিতরে বাহিরে স্বপ্ন ভাঙ্গার হাহাকার, অসুখ।
আকাশ দেখা হয় না, আমার
আকাশ দেখা হয় না,
দিনের কিংবা রাতের,
সাঁঝের কিংবা প্রাতের, হৃদয়ের বায়না।
কত নিশি দেখে শশী, তারকা চিনে গুণে গুণে,
কেটেছে তরুণ বেলা,
কত রূপালী রাত এমনি এমনি গেছে,
দুরন্ত অবহেলা,
এখনও উজল চাঁদ অগোচরে যায়,
সড়কের নিয়ন বাতি দুচোখ ধাঁধায়,
আকাশ, আর যায় না দেখা শহুরে আঙ্গিনায়!
আকাশ দেখা মানে খানিক তাঁকিয়ে থাকা নয়,
আকাশ মানে নিসর্গের আয়না সুনীল বিস্ময়,
যেখানে বলাকা হয়ে উড়ে সাদা মেঘ,
আকাশ আমার ভাবনায় থাকা কবিতার আবেগ,
নীল খামে জমানো স্মৃতি মুছে ফেলা যায় না,
জানি না, জানি না ঠিক কতদিন আমার,
আকাশ দেখা হয় না।
২৬/১১/২০২৪ খ্রিঃ