এক:
চর্ব, চোষ্য সব খেয়েছে, আমজনতার আঁটি,
লেহ্য, পেয় খেয়ে গেলো, দুধের, ক্ষীরের বাটি।

দুই:
বাগানের সব ফুল একই রঙের কালো,
রং ফিরায়ে দিতে মালির লাগে এলোমেলো।

তিন:
নদীর জলে বান ডেকেছে উঠেছে মস্ত ঢেউ,
ঘোলা জলে মাছ শিকারে ব্যস্ত আছে কেউ কেউ।

চার:
আমরা মানুষ নিজের কর্মে দুঃখ কিনে আনি,
দুঃখ যখন থাকে ঘুমে, সুখ বলে তারে জানি।

(কাপলেট)
১২/০৯/২০২৪ খ্রিঃ