আজকের তরুণেরা কোন ভয়ে ভীত নয়,
জানে বেশ প্রভেদটা মন্দ কারে হিত কয়,
দেশের তরে তারা অতীতেও দিয়েছে প্রাণ,
পাশে রেখে নবীনেরে হও সবে আগুয়ান,
প্রবীণদের অভিজ্ঞতা তরুণের সাহস বল,
দুইয়ের সম্মিলনে এসো পথ চলি অবিচল,
স্বদেশের কল্যাণে বিকল্প আর কিছু নাই,
সব ভুলে সবে মিলে আগামীর গান গাই,
জাত পাত ছোট বড় মিলেমিশে গড়ি দেশ,
ঐক্যটা দৃঢ় হোক বিভেদটা হোক নিঃশেষ।

২৫/০১/২০২৫ খ্রিঃ