ও রঙ্গীলা বনের রোদপাখি মন দিয়া তুই শুন
অচীন দেশের রাজকন্যাটির বলছি কিছু গুন
রূপে গুনে অনন্য সে সদা হাস্যময়
মুখে ফোটে কথার যাদু কন্ঠও মধু ময়,
নাদুস- নুদুস অঙ্গ তাহার অগ্নিঝরা রূপ
প্রান ভরে যায় নেশায় যেন স্বপ্নচারীর কুপ।
দুধে আলতা গায়ের রঙ্গে কমলালেবুর আভা
বিধি যেন রাখলো তাতে প্রকৃতির সব শোভা
নাকের নোলক অঙ্গে তাহার কি অনুপম রূপে
লাগে তারে হুর-অপ্সরী দেখতিস যদি মেপে!
হাঁসলে কন্যা মুক্ত ঝরে গালে পরে টোল
এমন সুন্দর চাঁদ মুকখানি দেখা কি মোর ভুল!
কীরে রোদপাখি-বলতো দেখি, কোথায় তারে পাই
সে কি থাকে নীল আকাশের ঐ দূর নিলীমায়?