চোখের জলে নদী হলে
হিসেব গুলো মিলিয়ে নিও
বুকে ভীষণ কষ্ট হলে
তুমিও একটু জিরিয়ে নিও
হঠাৎ ভিষণ ঝড় এলে
পাগলা হাওয়া দখল দিলে
তুমিও একটু পিছিয়ে যেও
আবার তোমার মন চাইলে
নিজেকে না হয় ফিরিয়ে নিও।
খরতাপে পুড়লে হৃদয়
তুমিও বসো গাছের ছায়ায়
চোখের জলে ভাসলে এবার
তুমিও প্রিয় সাঁতার দিও।
চলতে জীবন কষ্ট হলে
সকল আশা নষ্ট হলে
পৃথিবীটা লাগলে ছোটো
ঠাঁই খুঁজো আকাশ নীলে।