তোমার গোলাপ মুখের
মিষ্টি মধুর হাসিতে
সুরের যাদু দেয়গো এনে
আমার কাব্য বাঁশিতে।

তুমি হাসলে ফুল ফুটে-গো
আমার কাব্য বাগানে
তোমার চোখে ঝরলে পানি
মেঘনা নদে বান আনে।

কৃষ্ণকলি লাল সুন্দরী
ফুলের মতো মুখ তোমার,
নয়ন দুটো তারা'র ফুল
অঙ্গ যেন রূপের ঝাড়।

পূর্নিমাতে জোসনা তুমি
আঁধার রাতের জোনাকি
মেঘনা পাড়ে তোমার মত
রূপের রানী আছে কি?

কৃষ্ণকলি, তুমি স্বপ্নের রানী
তুমি উর্বশী,তুমি অনন্যা,
মেঘনার জলে পবিত্র তুমি
তুমি নিস্পাপ তুমি ধন্যা।