দেখিনিগো তোমার মাথার
দীঘল কালো কেশ,
কল্পনাতে দেখেই আমি
বুঝতে পাড়ি বেশ।
জানু সমান লম্বা তোমার
শ্যাম্পু করা চুলে,
মুখ লুকিয়ে থাকবো আমি
স্থান কাল ভুলে।
দীঘল ঘন চুল তোমার
জানু ছাড়িয়ে যাই,
ঘন কালো ও কেশ দেখে
মেঘও লজ্জা পাই।
তোমার কেশ দাও যদি
জানালা দিয়ে ছেড়ে,
বেয়ে বেয়ে উঠে যাবো
তোমার বাসর ঘরে।