আমি যেদিন প্রকৃতি থেকে হারিয়ে যাব,
যদি আমার হারিয়ে যাওয়ার আওয়াজ তোমার কানে
ডিজিটাল চিঠির ভাঁজে পৌঁছায়,
তবে চলে এসো।
একা আসিও,
একদম একা,
একান্ত তুমিটাকে আমার নিথর দেহের পাশে আমি চাই কবিতা।

আমার কাছে প্রবেশের ধার তুমি যদি না পাও,
যদি নিয়মের বেড়াজালে তুমি আটকে যাও।
যদি নাই পার আমাকে দেখিবার।
তবে দু ফোঁটা অশ্রু দিয়ে  আমাকে পৃথিবী হতে বিসর্জন করিও।
খেয়াল রাখিও
অশ্রু যেন পরিমাপে  ঠিক দু ফোঁটা হয়।
এর কম বেশি নয়।

অশ্রু যেন ঠিক দু ফোঁটা হয়।