তুমি তার উপন্যাসের আরম্ভ হলে
আমি মেনে নিয়ে ছিলাম
তুমি তার অশ্রু কণা হয়ে ছিলে
আমি মেনে নিয়ে ছিলাম,
তুমি তার সময় সঙ্গী হলে
আমি মেনে নিয়ে ছিলাম
কিন্তু তুমি মোর শেষ সঙ্গী হলে না
তুমি মোর উপন্যাসের উপসংহারে রইলে না
কেন আজও উওর পাবো না
এক দীর্ঘ নির্ঘুম রাতের প্রশ্ন
এখানেই শেষ হবে।
তুমি মোর জীবনের আলো
তোমাকে হারালে অন্ধকার নামবে
তবে যেতায় অন্ধকার সেথায় আলো রয়
বেশি দেরী করো না তুমি
হাতে সময় খুবই স্বল্প রয়েছে মোর।
চলে এসো
চলে এসো মোর দুয়ারে।