ওগো বাংলা, তুমি আমার হৃদয়ের প্রথম গান,
তোমার মাটিতেই শিকড়, তোমার আকাশে মন।
তুমি স্বাধীনতার বিজয় নিশান, শহীদের রক্তে লেখা ইতিহাস,
রক্তে লেখা ইতিহাসে তুমি বীরের অহংকারের প্রাণ।
পলাশের রঙে জেগে ওঠা একুশের সেই ভাষার শপথ,
বিজয়ের লাল সূর্য উঠুক, বাংলার বুকে হোক অমৃত সুখ।
তুমি জীবনানন্দের বনলতা, কালের স্রোতের পথ,
তুমি নজরুলের বিদ্রোহী ভাষা, অগ্নিতে জ্বলা মুক্তির পথ।
তুমি বাংলা ধ্রুবতারা, তুমি মায়ের মতো নিঃস্বার্থ,
তোমায় নিয়ে গর্বে বাঁচি—তুমিই আমার শেষ প্রতিজ্ঞা স্বার্থ।