দেখো বিদ্রোহী'রা আমি জন্মেছি ,

প্রগাঢ় অনল আমি অগ্নিকুণ্ডে জ্বলেছি।

বজ্র কন্ঠে আমি স্বাধীনতা'র কবিতা বলেছি,

আমার সম্প্রদায়ের আমি বিপ্লব করেছি।

জিন্দা মানুষের মুখে অমর সত্য বলেছি,

প্রতিবাদী শব্দে আমি স্বাধীনতা গেয়েছি।

আমার গর্জনে আমি ঝড় তুলেছি,

আমার যুদ্ধে আমি অটল থেকেছি।

দেখো বিদ্রোহী'রা আমি জন্মেছি ,

আমি অত্যচার রুখে দিতেয়ে চেয়েছি।