সবুজের গভীরতায় হারায় এ মন,
হরিৎ বনের ভিন্ন রকম সবুজ করে গ্রাস।
চন্দ্রিমা রাতের চাদেঁর প্রেমে হয় ব্যাকুল।
আকাশ, নক্ষত্র, গভীর বন আর
ঘাসফুলের প্রেমে হয়ে যায় অস্থির।
প্রজাপতির রঙীন পাখা,
ঘাসফড়িং কিংবা মাছরাঙার
ডানায় সব ভালবাসা হারায়।
আমি এরকমই। ব্যাকুল , অস্থির।
কোনদিন, হয়তো
একদিন ঠিকানা হারাবে সবুজ
অথবা শুঁকনো পাতার রাজ্যে।
অন্তহীন ভালবাসার অন্তরদহন,
সব উপেক্ষার হবে অবসান;
ভালবাসাহীন এক জীবনেরও।