দিয়েছি অনেক
ফিরছি শূন্য হাতে একাকী
এখানে কেউ নেই সাথে
আছে কিছু নিরঘুম রাত আর চাঁদ জোৎসনা
সীমাহীন বেলীর সুবাস ।
একাকী এ যাত্রায় গন্তব্য অনিশ্চিত।
তবুও ছুটে চলা অবিরাম।
পড়ছে মনে বাবা তোমায়।
ছেলেবেলার দুরন্ত সময়
ছিল ভালোবাসাময়
তুমি দিয়েছিল স্বপ্ন চোখে আকাশ ছোঁয়ার
শাসন যেখানে ছিল অনেক
ভালবাসা অসীম, প্রাপ্তি সীমাহীন।
তোমার দেয়া স্বপ্ন কি হবে সফল?
নষ্ট সময়ে কংক্রীট বিছানো পথে
হেঁটে যাই একাকী জীবনের গন্তব্যে
বারবার থেমে যেতে হয় পথে ,অসময়ে অন্ধকারে।
বুকে নিয়ে ব্যকুল অনল,
প্রনয়ের এই দারুন আকালে তবুও চেষ্টা
পৌঁছে যাব আমার প্রিয়তম কোন বন্দরে।