ভালবাসা আমার পরে
রয় সোমেশ্বরীর বালুচরে ।
যেখানে চিক চিক করে
রূপালী বালির রং,
সাদা বকের সারি, নীল ঢেউ।
সারি সারি বালি বোঝাই নৌকা।
গাড়ো পাহাড়ের চূড়ায়
বাঁশের বাঁধা ঘর,
সেখানে গাড়োদের বাস,
আমার ভালবাসা সেখানেই পরে রয়।
কুয়াশাঘেরা দুর্গাপুরের
শান্ত সন্ধ্যা আমাকে ব্যাকুল করে।
নিবিড় সবুজ বনানী আমার
স্বপ্নগুলোকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে।