সাদাকালো নোংরা শহরে
বেড়ে উঠি আমরা ,কতগুলো
শকুন শিয়ালের সংগে।
মানুষের বেশে সবাইকে ভোলায় তারা
যতসব কুত্তার বাচচারা,
মানুষের বেশে এরা ঠকায় মানুষেরে।
বিক্রি হয় টাকার কাছে
স্বজনের ভালোবাসা ।
টাকায় বিক্রি করি আমরা
নিজেদের বাবা মা,
কিনবেন কেউ? আছে কেউ?
বলি মানুষ এদের
আসলে তারা শকুন শিয়ালের
বংশধর।