সন্ধ্যাতারারা গ্রাস করে একাকী নিস্তব্ধতায়।
প্রকৃতির সবুজ আঁধারে ছেয়ে যায়।
পাখিরা সব নীড়ে ফিরে যায়,
শূন্য জনমানবহীন নিস্তব্ধ প্রকৃতি একা,
কেঁদে ফেরে । তুমি কি ফিরবে দোয়েল?
একাকী দ্বীপের অন্ধকারে।
যেখানে একা দাড়িয়ে দুঃখী নিঃসঙ্গ পথিক।
ডানা ঝাপটায় একাকী চোরাবালিতে।
একা চাঁদ বন্ধু হয়ে রয়,
অন্ধকারের আন্তরিকতায় মুগ্ধতা
নেমে আসে পৃথিবীতে আমার।
জ্যোৎস্নার প্রান্তরে একা জেগে রই।
বাতাসের ডানা ঝাপটানোর শব্দ ,
অবিরাম বর্ষায় ভিজে যাই ,
হারাই সঞ্চিত অস্তিত আমার ,
মৃত্যুর মুখোমুখি দাড়িয়ে পেতে চাই
মৃত্যুন্জয়ীর স্বাদ,
সন্ধ্যার অসম্ভব বিষন্নতায়।